বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকতর উন্নয়নের জন্য ৯৮ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকার প্রকল্প চূড়ান্ত করে কাজ শুরুর অপেক্ষায় জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চলমান থাকায় এখনই স্টেডিয়াম সংস্কারের কাজে হাত দিতে পারছে না তারা।
Advertisement
কবে নাগাদ শুরু করা যায় তা ঠিক করতে সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জরুরী ভিত্তিতে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে।
আগামী আগস্টের প্রথম সপ্তাহে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ওই সময় পর্যন্ত স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু না করার অনুরোধ ক্রীড়া প্রতিমন্ত্রীকে করেছে বাফুফে সভাপতি। সার্বিক বিবেচনা করে লিগ শেষ হওয়ার পরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অধিকতর উন্নয়নের কাজ জোরেসোরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া পরিষদ।
এ আলোচনার সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তাগণ।
Advertisement
আরআই/এমএমআর/এএসএম