আইন-আদালত

যৌন নিপীড়ক সাইফুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

হাইকোর্টের নির্দেশনার পরও ইউনাউটেড হাসপাতালের নারী রোগীর যৌন নিপীড়নকারী সেই সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার সকালে গুলশান জোনের এসি ও ওসি এ বিষয়ে  হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে এ তথ্য জানান। বিচারপতি কাজী মো. রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানান পুলিশ। পরে আদালত এ বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৬ জানুয়ারি দিন নির্ধারণ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। তবে পুলিশ জানিয়েছে তারা আসামিকে খুঁজে পায়নি। এরপর আদালত মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৬ জানুয়ারি দাখিল করতে আদেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে আসামি সাইফুলকে গ্রেফতার করতে বলেছেন আদালত। গত ৩ ডিসেম্বর ‘ইউনাইটেড হাসপাতালে নারী রোগীকে যৌন নিপীড়ন’ শীর্ষক প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে ওইদিনই প্রতিবেদনটি আমলে নেয় আদালত। একইসঙ্গে উচ্চ আদালত গুলশানের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও জড়িত স্টাফ (ব্রাদার) নার্সের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এবং স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেফতার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করতে গুলশান থানাকে নির্দেশ দেয়। এফএইচ/জেডএইচ/এমএস

Advertisement