খেলাধুলা

হারলেই বাদ মরিনহো

মাত্র ছয় মাসের ব্যবধানে এখন ঠিক উল্টো মেরুতে অবস্থান করছে চেলসি। গত মৌসুমে তিন ম্যাচ হাতে রেখে চেলসি যখন শিরোপা উৎসব সেরে ফেলেছিল, এবার চলতি মৌসুমে লড়াই করছে অবনমন বাঁচানোর জন্য। ঠিক একই অবস্থা চ্যাম্পিয়ন্স লিগেও। এবার চ্যাম্পিয়ান্স লিগের শেষ ষোলতে উঠতে ব্যর্থ হলে ম্যানেজারের পদ হারাতে হতে পারে চেলসি কোচ মরিনহোর।  এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচের আটটিতে হেরে অবনমন অঞ্চলের খুব কাছাকাছি রয়েছে ব্লুজরা। চেলসির পরের ম্যাচ আবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল লেস্টারের বিপক্ষে। ওই ম্যাচে হারলেই নেমে যেতে হবে অবনমন অঞ্চলে। তবে অবনমনের ঝুঁকিতে থাকার সম্ভাবনা উড়িয়ে দিলেও সর্বশেষ হারের পর নিজেদের লক্ষ্য বদলের কথা স্বীকার করে নিয়েছেন মরিনহো, `চেলসি কখনোই অবনমন এড়াতে লড়বে না। এখান থেকে আমরা ঠিকই বেরিয়ে আসব। এটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে, আমাদের লক্ষ্য ছিল শীর্ষ চারে থাকা। সেই আশা ছেড়ে এখন আমাদের সেরা ছয়ে থাকার চেষ্টা করতে হবে।`এদিকে প্রিমিয়ার লিগের ন্যায় চ্যাম্পিয়ান্স লিগেও চেলসির অবস্থা নড়বরে। আগামী ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে হারলেই অনিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়ান্স লিগের শেষ ষোলতে ওঠা। আর চ্যাম্পিয়ান্স লিগের শেষ ষোলতে উঠতে ব্যর্থ হলে শেষ হয়ে যেতে পারে চেলসিতে মরিনহো অধ্যায়।এমআর/পিআর

Advertisement