কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৬ টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
এদিকে মৃত্যুর সংখ্যা কমলেও হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার (২১ জুন) দুপুর পর্যন্ত হাসপাতালে ১৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। যেখানে বেড সংখ্যা মাত্র ১০০টি।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, আগে যেখানে সাত থেকে আট জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
রোগীদের চাপ সামাল দিতে সোমবার রাতের মধ্যেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন ডা. তাপস কুমার সরকার।
Advertisement
এদিকে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কুষ্টিয়ায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে আগামী ২৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে।
আল-মামুন সাগর/এসজে/জিকেএস