তিন মাস পর সুনামগঞ্জের শাল্লায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে জামিন দিয়েছেন আদালত।
Advertisement
সোমবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ বিচারক ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়। তবে জামিন শুনানির সময় আসামি উপস্থিত ছিলেন না।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ পিপি অ্যাডভোকেট শামসুন নাহার বেগম (শাহানা রব্বানী)।
তিনি বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামে সহিংসতার ঘটনার মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে আদালত জামিন দিয়েছেন।
Advertisement
উল্লেখ্য, গত ১৭ মার্চ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি বাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়।
এ ঘটনায় ১৮ মার্চ রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে প্রথম মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলামকে। পরে ১৯ মার্চ রাতে তাকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।
লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম
Advertisement