দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৮৪

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুই নারীসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নওগাঁর তিনজন, জয়পুরহাটের একজন ও বগুড়া সদরের একজন রয়েছেন।

Advertisement

সোমবার (২১ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনায় ৭৭ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪টি নমুনায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৮০ জন, আদমদীঘিতে দুজন, শিবগঞ্জে ও সোনাতলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

বগুড়ায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২১১ জন এবং মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ৩৯৫ জন।

Advertisement

এসজে/জেআইএম