দেশজুড়ে

জয়পুরহাটে একদিনে ৯৬ জন করোনায় আক্রান্ত

সীমান্তঘেঁষা জয়পুরহাট জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে। রোববার (২০ জুন) নতুন করে আরও ৯৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় ২৯ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩৮ জনে।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

মৃতরা হলেন-জয়পুরহাট পৌর এলাকার শাপলা নগর মহল্লার আব্দুল ওয়াদুদ (৫৫), সদর উপজেলার কুঠিবাড়ী গ্রামের ছলেহা বেগম (৪৫), পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের আব্দুস সামাদ (৮০) এবং আক্কেলপুর উপজেলার লহ্মীভাটা গ্রামের আব্দুল ওয়াদুদ (৬০)

রোববার (২০ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এতথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে এক হাজার ১৩৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ১০ শতাংশ।

রাশেদুজ্জামান/এসআর/এমকেএইচ