চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রিমা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
Advertisement
শনিবার (১৯ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আরিফুল করিম রাকিব পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সীতাকুণ্ডের ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা আরিফুল করিম রাকিবের সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয় রিমার। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারা বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার দিবাগত রাতে ওই বাসায় রিমার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ‘শনিবার দিবাগত রাতে নড়ালিয়া গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
Advertisement
ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ