দেশজুড়ে

বিধিনিষেধের চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে শনাক্ত ৫৬

করোনা সংক্রমণরোধে ঠাকুরগাঁওয়ে আরোপিত বিধিনিষেধের চতুর্থ দিন পজিটিভ হয়েছেন ৫৬ জন।

Advertisement

রোববার (২০ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, সম্প্রতি সদর, পৌরসভা ও বালিয়াডাঙ্গী উপজেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। কয়েক দিন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সদরে ৩৪, বালিয়াডাঙ্গীতে ১৭ এবং রানীশংকৈলে পাঁচজন রয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯ শতাংশ।

Advertisement

এদিকে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, চলমান বিধিনিষেধের সুফল পেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। সংক্রমণ যেভাবে কমার কথা, সেভাবে কমছে না। ২৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটি পুনরায় বৈঠকে বসবে। বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তানভীর হাসান তানু/এএইচ/এমকেএইচ