দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৭৪

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জয়পুরহাটের দুজন ও বগুড়া সদরের একজন রয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

Advertisement

গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৩৮টি নমুনায় ৭১ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আটটি নমুনায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২০ জুন) দুপুর ১২টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৪৬টি নমুনার ফলাফলে সদরে ৫১ জন, সোনাতলায় সাতজন, শেরপুরে পাঁচজন, শাজাহানপুরে চারজন, আদমদীঘিতে তিনজন, গাবতলীতে দুজন, শিবগঞ্জ ও সারিয়াকান্দিদতে একজন করে আক্রান্ত হয়েছেন।

Advertisement

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪৫ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ৩৫১ জন।

এসজে/জিকেএস