আন্তর্জাতিক

বেলজিয়ামে নির্মাণাধীন স্কুলভবন ধসে ৫ শ্রমিক নিহত

বেলজিয়ামে একটি নির্মাণাধীন স্কুলভবন আংশিকভাবে ধসে পড়ায় পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। অ্যান্টওয়ার্প শহরে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

শনিবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অ্যান্টওয়ার্পের দমকল বিভাগ জানিয়েছে, নিখোঁজ সকলেই ইতোমধ্যে মারা গেছেন।

বেলজিয়ামের রাজা ফিলিপ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রুও ছিলেন।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, নিহত দুজনের একজন পর্তুগাল ও আরেকজন রোমানিয়ার নাগরিক। তবে নিহত অন্য শ্রমিকদের জাতীয়তা এখনও জানা যায়নি।

Advertisement

এখনও তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী কর্মীরা বলছেন, তারা আরও দুজন পর্তুগিজ ও একজন রাশিয়ানের খোঁজ করছেন।

এ ঘটনায় আরও নয়জন ব্যক্তি আহত হয়েছেন। দমকল বিভাগ টুইটারে জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।

ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। হতাহতদের সকলেই ডেমোকো নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃক নিযুক্ত ছিলেন।

ডোমোকোর ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বার্তা সংস্থা বেলজাকে বলেছেন, ‘সকল কর্মী এখন শোকস্তব্ধ’।

Advertisement

তিনি আরও বলেন, ‘জরুরি সেবা বিভাগ যতটুকু সম্ভব করেছে। এই দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে বিশদ তদন্ত শুরু হবে।’

সূত্র : এএফপি

এমকে/জিকেএস