ফিচার

বাণী-বচন : ০৭ ডিসেম্বর ২০১৫

বিপ্লববিপ্লব হল সভ্যতার লালাস্বরূপ। -ভিক্টর হুগোমানুষ তখনই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে যখন সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। -ডানিংপ্রত্যেকটি বিপ্লবেরই কিছু কুফল থাকে। -এডমন্ড বার্কবিপ্লব মানে আমূল পরিবর্তন। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়বিপ্লব তৈরি হয় না বিপ্লব ঘটে। - ওয়েনডেল ফিলিপস বচনমারি ত গণ্ডার লুটি ত ভাণ্ডার।অর্থ : বড় ধরনের কাজ করাই শ্রেয়-এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস

Advertisement