এক বাবা ১০০ শিক্ষকের সমান। জন্মের পর থেকে এই মানুষটিই বাইরের পৃথিবীর ঝর-ঝঞ্জা থেকে ছোট্ট সন্তানকে নিরাপদে রাখেন। বাবা মানেই সুরক্ষিত স্থান। শত দুঃখ-কষ্টের মুখোমুখি হয়ে বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেন। দুঃখের ছায়া কখনই বাবা তার সন্তানের উপর পড়তে দেন না।
Advertisement
আজ বিশ্ব বাবা দিবস। যিনি আপনার জীবন আলোয় ভরে রেখেছেন, সে মানুষটিকে উপহারের মধ্যে দিয়ে একটু ভালবাসার আলো আজ তো ছড়িয়ে দিতেই পারেন। শুধু একদিন নয় বরং প্রতিটি দিনই বাবা দিবস হওয়া উচিত। বাবার মুখে একটু হাসি দেখার জন্য আজকের দিনে তার পছন্দের জিনিস উপহার দিতে পারেন। জেনে নিন বাবা দিবস উপলক্ষ্যে বাবাকে কোন উপহারগুলো দিবেন-
বই: অবসরে সবচেয়ে ভালো সঙ্গ দেয় বই। বাবার পছন্দের লেখকের কয়েকটি বই আজকের দিনে উপহার দিতে পারেন। কারণ একটি বই অনেক স্মৃতি ধরে রাখে। গল্প-উপন্যাসে আগ্রহ থাকলে হালে প্রকাশিত কোনো বই বাবাকে দিতে পারেন।
কলম: বর্তমানে ল্যাপটপ ও মোবাইলের যুগে কলমের গুরুত্ব অনেকটাই কমেছে। তাতে কি? উপহার হিসেবে কলমের কদর এখনও অনেক উঁচুতে।একটি সুন্দর কলম আজকের দিনে বাবাকে উপহার দিতে পারেন।
Advertisement
পোশাক: বাবা সবসময় সন্তানের আবদার মেটাতে ব্যস্ত থাকেন। পুরোনো পোশাকই পরে অভ্যস্ত হয়ে ওঠেন বাবা। পোশাক কেনার কথা বললে হয়তো তিনি বলেন‘আমার তো অনেক আছে, আর প্রয়োজন নেই!’ তাই আজকের দিনে বাবার পছন্দের শার্ট, প্যান্ট, ব্লেজারেইত্যাদি কিনে দিতে পারেন।
ইলেক্ট্রিক ট্রিমার: দাড়ি বা চুল কাটার জন্য বাবাকে কিনে দিতে পারেন ইলেক্ট্রিক ট্রিমার। তাহলে আর বারবার সেলুনে গিয়ে দাড়ি কাটতে হবে না।
ফিটনেস ওয়াচ: বর্তমানে ফিটনেস ওয়াচের কদর অনেক। তাহলে এবার বাবাকে দিন ফিটনেস ওয়াচ। সকালে বা বিকেলে হাঁটতে যাওয়ার সময়, হাতে এই ঘড়ি থাকলে তিনি দেখতে পারবেন, কত ক্যালোরি বার্ন হলো বা কয় কদম হাঁটলেন ইত্যাদি।
ঘড়ি: হাতঘড়ির কদর কখনও কমবে না। শৌখিন মানুষের কাছে হাতঘড়ির মূল্য অনেক। তাই আজকের দিনে বাবার জন্য একটি ভালো মানের ঘড়ি কিনে উপহার দিতে পারেন। তবে প্লাস্টিকের বেল্টের ঘড়ি না কেনাই ভালো। চেষ্টা করুন চামড়া অথবা মেটালের বেল্টের ঘড়ি কিনতে।
Advertisement
বেল্ট: ফরমাল বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে একটি সুন্দর বেল্ট পরা আবশ্যক। চাইলে চামড়ার একটি উন্নতমানের বেল্ট বাবাকে আজ উপহার দিতে পারেন।
বাঁধাই করা ছবি: বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের একটি ছবি আজ বাঁধাই করে উপহার দিতে পারেন। এই স্মৃতি সারাজীবন ঘরে ফ্রেমবন্দী হয়ে থাকবে। বাবার সঙ্গে সন্তানদের বাঁধাই করা ছবি হতে পারে বাবা দিবসের সেরা উপহার।
ফুলের তোড়া: বাবা দিবসের শুভেচ্ছা জানাতে এক তোড়া ফুল তো তার হাতে দিতে পারেন তাই না! ফুলের সুগন্ধ সবার মনকেই চাঙা করে দেয়। এক তোড়া ফুল হাতে পেয়ে নিশ্চয়ই আপনার বাবা খুব খুশি হবেন।
জেএমএস/জিকেএস