আন্তর্জাতিক

ভারতে ৭ সেনার যাবজ্জীবন

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে তিন যুবককে হত্যার অভিযোগে সাত ভারতীয় সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।অভিযুক্তরা হলেন- কর্নেল ডিকে পাঠানিয়া, ক্যাপ্টেন উপেন্দ্র সিং, সুবেদার সাদবীর সিং, হাবিলদার বীর সিং, ও সিপাহি চন্দ্রবান, নাজেন্দ্র সিং ও নীরেন্দ্র নাথ সিং। তারা সবাই  আর্মি-৪ রাজপতি রেজিমেন্টের সদস্য।২০১০ সালে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে ওই যুবকদের কাশ্মীরের ম্যাকহিলে নিয়ে হত্যা করা হয়।নিহতরা হলেন- কাশ্মীরের নাদিহাল থেকে আসা শেহজাদ আহমেদ, রিয়াদ আহমেদ ও মোহাম্মদ শাফি। ২০১০ সালের ২৭ এপ্রিল তারা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।তবে অভিযুক্ত সেনাদেরা দাবি করেছেন- তারা তাদের পাকিস্তান থেকে আসা সন্ত্রাসী ভেবেছিলেন।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাদের সব ধরনের কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর পাওয়া সব সুবিধাও।দেশটির একটি সিভিল কোর্ট এ হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পান। পরে মামলাটি সামরিক আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। ২০১৪ সালে সামরিক আদালতে তাদের বিচার শুরু হয়। -টাইমস অব ইন্ডিয়া

Advertisement