করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা জেলা শ্রমিক দল সভাপতি ওসমান গনি খান (৫৭) মারা গেছেন।
Advertisement
শনিবার (১৯ জুন) বিকেল ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
ওসমান গনি খান পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পাবনা শহরের ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, ওসমান গনি খান বেশ কিছুদিন ধরে জ্বর-শ্বাসকষ্টসহ করোনাজনিত উপসর্গে ভুগছিলেন। গত বুধবার (১৬ জুন) তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়।
তসলিম হাসান আরও বলেন, এনাম মেডিকেলে চিকিৎসাধীন শনিবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
জানতে চাইলে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, করোনা আক্রান্ত ওসমান গনি খাঁন পাবনায় চিকিৎসাধীন ছিলেন না। তাই বিষয়টি তার জানা নেই। তিনি তার বিভাগের সংশ্লিষ্টদের মাধ্যমে খোঁজ নেবেন।
উল্লেখ্য, পাবনায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আমিন ইসলাম/এমআরআর/এএসএম
Advertisement