দেশজুড়ে

হাতিয়ায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ ।

Advertisement

শনিবার (১৯ জুন) বিকেলে চরঈশ্বর ইউনিয়নের মাইজচা মার্কেটের পাশ থেকে এসব জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকরাম উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নৌ-পুলিশের নলচিরা ক্যাম্পে এনে স্থানীয়দের উপস্থিতিতে মানুষের সামনে জালগুলো জ্বালিয়ে দেয়া হয়। এসময় অভিযুক্ত জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, সরকার মৎস্য প্রজনন বৃদ্ধির জন্য সমূদ্রে ৬৫ দিনের জন্য সকল মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। ২০ মে থেকে শেষদিন পর্যন্ত এ আদেশ কার্যকর করতে নৌ-পুলিশ নদীতে টহল অব্যাহত রাখবে।

Advertisement

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম