দেশজুড়ে

করোনামুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল করোনা মুক্ত হয়েছেন। শনিবার (১৯ জুন) তিনি নিজেই মোবাইল ফোনে করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে গত ৪ জুন জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দিই। পরদিন করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ১৯ জুন দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার থেকে নমুনা গ্রহণ করা হয়। শনিবার দেয়া সে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

করোনা পজিটিভ হওয়ার পর থেকে মনোরঞ্জন শীল গোপাল মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলে অবস্থান করছিলেন। গত শুক্রবার প্রেশার বেড়ে গেলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।

এর আগে ৭ ফেব্রুয়ারি মনোরঞ্জন শীল গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা নেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

Advertisement

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস