দেশজুড়ে

করোনাভাইরাস : সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও নয়জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৯ জুন) সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে একজন করোনা আক্রান্ত ও অপর আটজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এটিই সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।

Advertisement

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ২৬৬ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

আহসানুর রহমান রাজীম/আরএইচ/এএসএম