শিল্প-সাহিত্য চর্চাকে সাম্প্রদায়িকতার আবর্জনা পরিষ্কারের শক্তিদাতা বলে অভিহিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষাঙ্গনে শিল্প-সাহিত্য চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিলনায়তনে ‘বিইউপি লিট-ফেস্ট ২০১৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।রবি এক্সিয়াটা লিমিটেডের সহায়তায় বিইউপি লিটারেচার ক্লাব আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল ড. শেখ মামুন খালেদ। বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিনগণ, রেজিস্ট্রার, কন্ট্রোলার, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘সাহিত্য আমাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর জঙ্গিবাদ শেকড় কাটে। সে কারণে সুস্থ সমৃদ্ধ সমাজ গড়তে জঙ্গিবাদের দোসর সাম্প্রদায়িকতা-সামরিক শাসন-ঔপনিবেশিকতার আবর্জনা পরিষ্কার করতে হবে। ইতিহাসের জঞ্জাল বুকে নিয়ে সামনে এগুনো যায় না।’নূতন বীরের জন্ম দিতে জাতির বীরদের যোগ্য সম্মান দিতে হবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা করে বিশ্ব ইতিহাসে অমর হয়ে রয়েছেন এবং তার নেতৃত্বে যে অসীম সাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য।’অনুষ্ঠানে বিইউপি লিটারেচার ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।এসএ/বিএ
Advertisement