নোয়াখালীতে ৩৭০টি নমুনা পরীক্ষায় ৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫৯ শতাংশ।
Advertisement
শনিবারে (১৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৪০ জন, সূবর্ণচরে একজন, হাতিয়ায় দুজন, বেগমগঞ্জে ১৬ জন, সোনাইমুড়িতে পাঁচজন, চাটখিলে পাঁচজন, সেনবাগে পাঁচজন, কোম্পানীগঞ্জে ১৩ জন ও কবিরহাটে চারজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, জেলায় করোনায় মোট আক্রান্ত ১০ হাজার ১৫৯ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার ১৯৩ জন ও মারা গেছেন ১২৯ জন। সুস্থতার হার ৭০ দশমিক ৮০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ।
Advertisement
তিনি আরও জানান, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৮৩৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি ৪৩ জন ও আইসোলেশনে রয়েছেন ৯ জন।
এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদরের ছয়টি ইউনিয়নে তিন সপ্তাহের লকডাউন চলছে। আগামী ২৫ জুন মধ্যরাতে লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে। তবে লকডাউন এলাকায় শনিবারও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এসএমএম/এমএস
Advertisement