আইন-আদালত

স্ত্রী হত্যা : উচ্চ আদালতেও স্বামীর ফাঁসি বহাল

বগুড়া কাহালুতে স্ত্রী এশরিনাকে হত্যার ঘটনায় স্বামী সিরাজুল হককে নিম্ন আদালতের দেয়া  মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে রোববার হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এএনএস বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্টপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমএ মান্নান মোহন।পরে তিনি সাংবাদিকদের বলেন, ২০০৬ সালের ১১ নভেম্বর সিরাজুল তার স্ত্রী এশরিনাকে ইনজেকশন পুষ করে হত্যা করে। এ ঘটনায় এশরিনার বড় ভাই সিরাজুল হক প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলাল শুনানি শেষে ২০১০ সালের ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালত সিরাজুল হকের ফাঁসির সাজা দেন। পরে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সিরাজুল। তবে হাইকোর্টও সেই আদেশই বহাল রাখে।এফএইচ/এএইচ/আরআইপি

Advertisement