খিচুড়ি খেতে কে না পছন্দ করেন! বিশেষ করে বৃষ্টি এলেই খিচুড়ি খাওয়ার ইচ্ছে আর দমিয়ে রাখা যায় না। বর্ষার এই মৌসুমে গরম গরম খিচুরি খাওয়া ইচ্ছে পুষিয়ে রাখা দায়।
Advertisement
তাই খিচুরি খেতে ইচ্ছে হলে, ভিন্ন স্বাদে তৈরি করে নিতে পারেন চিংড়ি খিচুড়ি। এটি খেতে খুবই মজাদার। তৈরি করতেও বেশিক্ষণ লাগবে না। এই বর্ষায় ছুটির দিনে পরিবারসহ উপভোগ করুন গরম গরম চিংড়ি খিচুড়ি। রইলো রেসিপি-
উপকরণ
১. মাঝারি বাগদা চিংড়ি ৫০০ গ্রাম-মাঝারি২. পোলাও বা বাসমতি চাল ১ কাপ৩. মুগ ডাল ১ কাপ৪. পেঁয়াজ বাটা আধা কাপ৫. আদা বাটা ২ টেবিল চামচ৬. রসুন বাটা ১ চা চামচ৭. জিরে গুঁড়ো ৩ চা চামচ৮. ধনে গুঁড়ো ৩ চা চামচ৯. টমেটো বাটা ১/৪ কাপ১০. কাঁচা মরিচের ফালি ৪টি১১. লবণ, চিনি, হলুদ গুঁড়ো ১ চা চামচ করে১২. গোটা গরম মশলা১৩. তেজপাতা ২টি১৪. শাহী গরম মশলার গুঁড়ো দেড় চা চামচ১৫. তেল পরিমাণমতো১৬. ঘি ২ চা চামচ১৭. মরিচের গুঁড়ো ১/৪ চা চামচ১৮. কাজুবাদাম ও কিশমিশ আধা কাপ১৯. ধনেপাতা কুচি
Advertisement
পদ্ধতি
প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিন। ডাল ভেজে তারপরে ধুয়ে নিন। এবার একটি পাত্রে পানিতে লবণ ও হলুদ দিয়ে ডাল সেদ্ধ হতে দিন। ফুটে উঠলে ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিন।
তেল গরম করে চাল ভেজে এবার ডালে দিয়ে দিন। ৩ কাপ পানি গরম করে ডাল ও চাল যোগ করে আঁচ কমিয়ে ঢেকে দিন। অন্য পাত্রে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ও কাঁচা মরিচ ফোড়ন দিতে হবে।
সব বাটা মশলা ও টমেটো বাটা দিয়ে কষিয়ে নিতে হবে কয়েক মিনিট। শাহী গরম মশলা বাদে বাকি গুঁড়ো মশলা, স্বাদমতো লবণ-চিনি যোগ করুন।
Advertisement
এবার কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন মশলার তেল উপরে উঠলে। এরপর পরিষ্কার করা চিংড়ি মাছ মশলার মিশ্রণ দিয়ে নেড়ে নিন। তারপর আধা কাপ পানি দিয়ে মিনিট দুয়েক ঢেকে রাখুন।
ডাল ও চাল সেদ্ধ হয়ে এলে মশলাসহ চিংড়ি মাছ রান্না দিয়ে দিন। মৃদু আঁচে ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে দিন। সব উপকরণ সেদ্ধ হলে এবং প্রায় শুকিয়ে গেলে শাহী গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিন।
খিচুড়ি বেশ মাখা মাখা হলে ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন ধোঁয়া ওঠা চিংড়ি খিচুড়ি। বর্ষার দিনে গরম গরম চিংড়ি খিচুড়ি খেলে মন ভরে যাবে। সঙ্গে বেগুন ভাজা ও আচার রাখতে পারেন।
জেএমএস/এমএস