দেশজুড়ে

দ্বিতীয় ধাপে সুনামগঞ্জে পৌঁছাল ৬ হাজার করোনা ভ্যাকসিন

দ্বিতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছাল ছয় হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জের ইপিআই ভবনে ১০ কার্টন সিনোফার্মা ভ্যাকসিন পৌঁছায়।

Advertisement

পরে সুনামগঞ্জের ইপিআই ভবনের প্রাঙ্গনে ভ্যাকসিন কো-অর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. সবুজ সরদারের কাছ থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এরপর সেগুলো দ্রুত ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয় ও সেখানে পুলিশের একটি দলও মোতায়েন করা হয়।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে ছয় হাজার করোনা ভ্যাকসিন সুনামগঞ্জে এসে পৌঁছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শনিবার (১৯ জুন) থেকে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রথমে ভ্যাকসিন শুধু সদরে দেয়া হবে। পরে আরও ভ্যাকসিন আসলে পর্যায়ক্রমে তা বিভিন্ন উপজেলায় দেয়া হবে।’

Advertisement

লিপসন আহমেদ/এসএমএম/এমএস