দেশজুড়ে

রাজশাহীতে আরও ৩৫৯ জন পজিটিভ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৮ জুন) সকালে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এর মধ্যে আরটিপিসিআর মেশিনে ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৬১ জন। জেলার ৯ উপজেলায় ৩৪৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯০ জন শনাক্ত হন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৯২২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ১০৮ জন শনাক্ত হয়েছেন। জেলা করোনা সংক্রমণের হার ২১ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনায় ৮৫ জনের শরীরে করোনা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের শরীরে করোনার জীবাণুর উপস্থিতি মিলেছে।

Advertisement

ফয়সাল আহমেদ/আরএইচ/এমএস