লাইফস্টাইল

দাঁড়িয়ে থাকলেই কমবে ওজন! বলছে গবেষণা

দাঁড়িয়ে থাকলেই কমবে ওজন- শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হয়েছে! ডায়েট বা শরীরচর্চা না করেই যদি, দাঁড়িয়ে ওজন কমানো যায়, তাহলে তো কথাই নেই। গবেষণা বলছে, যতক্ষণ পারেন; দাঁড়িয়ে থাকুন। দিনে যারা বেশি সময় দাঁড়িয়ে থাকেন; তাদের ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

Advertisement

‘ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ জার্নালে’ ওবেসিটি নিয়ে পরিচালিত এক সমীক্ষায় জানা গেছে, যারা দিনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন; তাদের ওজন বশে থাকে। অন্যদিকে যারা একটানা বসে কাজ করেন; তাদের ওজন সামান্যতেই বাড়তে পারে। তাহলে কী করবেন?

মায়ো ক্লিনিকের কার্ডিওলজিস্ট ডা. ফ্রান্সিসকো লোপেজ-জিমনেজের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ১ হাজার মানুষের উপর পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, বসে থাকার চেয়ে বেশি ক্যালোরি পোড়ে দাঁড়িয়ে থাকলে।

দাঁড়িয়ে থেকে, একজন ব্যক্তি প্রতি মিনিটে প্রায় ০.১৫ ক্যালরি পোড়ায়। এর অর্থ হলো ৬৫ কেজি ওজনের একজন ব্যক্তি যদি প্রতিদিন ৬ ঘণ্টা দাঁড়িয়ে থাকেন; তবে ৫৪ ক্যালোরি পোড়াতে পারবেন তিনি। ৪ বছরে তিনি ১০ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন দাঁড়িয়ে থেকেই।

Advertisement

গবেষণা বলছে, দীর্ঘক্ষণ বসে না থেকে বরং কাজের ফাঁকে ব্রেক নিয়ে হাঁটাহাঁটি করুন। ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন তারাই; যারা দিনে ৩ ঘণ্টারও কম সময় বসে থাকেন।

ওজন বাড়লে টাইপ টু ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। বিশেষজ্ঞেরা বলছেন, ওজন বৃদ্ধি ঠেকাতে কাজের ফাঁকে উঠে পড়ে একটু হাঁটাহাঁটি বা বাড়ির কোনো কাজ করুন।

তাহলেই নিয়ন্ত্রণে থাকবে ওজন। আর যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারেন তাহলে কম সময়ের জন্য বসুন আবার উঠে দাঁড়িয়ে কাজ করুন।

গড়ে একজন ব্যক্তি দিনে প্রায় ১৩ ঘণ্টা বসে এবং ৮ ঘণ্টা ঘুমিয়ে কাটানা। অর্থাৎ দিনের প্রায় ২১ ঘণ্টা শরীর নিষ্ক্রিয় থাকে। সুতরাং ওজন কমাতে এবং ফিট থাকতে চাইলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন।

Advertisement

সূত্র: সায়েন্স ডেইলি

জেএমএস/জেআইএম