খেলাধুলা

মুশফিক চাওয়াতেই আফ্রিদি অধিনায়ক

গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। বরিশাল বুলসের বিপক্ষে টস করতে মাঠে নেমেছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। ধারণা করা হয়েছিল টানা ব্যর্থতার কারণেই মুশফিকুর রহিমকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে আফ্রিদিকে; কিন্তু দলের কোচ সারওয়ার ইমরান জানালেন মুশফিক নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এবং তিনিই বলেছিলেন আফ্রদিকে অধিনায়ক করতে।রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেটের কোচ বলেন, ‘যতদূর জানি, আমি নিশ্চিত নই, মুশফিক নিজে থেকেই বলছে অধিনায়কত্ব বদল করতে। একটা ছেলে উইকেটকিপিং করছে, অধিনায়কত্ব করছে, সামনে দিয়ে উইকেট পড়ছে, দুইটা ১ রানের ম্যাচ হারা একটা ৬ রানের ম্যাচ হারা। ও পরিত্রাণ চাচ্ছিলো। কালকে (শনিবার) রাতে দলের মালিক জানায়, রাতে মিটিং আছে। সে মিটিংয়ে আফ্রিদিকে মুশফিকই অধিনায়কত্ব করতে বলেছে।’নতুন অধিনায়ক পেয়ে দারুণভাবে উজ্জীবিত ওঠে সিলেটের দলটি। এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সফল বরিশাল বুলসকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দেয় তারা। তবে এসব কৃতিত্ব আফ্রিদির একার নয় এটাও জানান কোচ ইমরান। আনুষ্ঠানিকভাবে অধিনায়ক আফ্রিদি থাকলেও মাঠে আন অফিসিয়ালি তিনজন অধিনায়ক ছিলেন। আফ্রিদিকে পূর্ণ সহয়তা করেছেন মুশফিক এবং রবি বোপারা। দলের সিদ্ধান্তও এমন ছিল বলে জানান কোচ ইমরান।টানা ব্যর্থতার পর দলে পরিবর্তনের জন্যই এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ইমরান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু বদল দরকার ছিল। ঢাকায় চার ম্যাচ হারলাম, পরে জিতলাম, আবার হারলাম। এজন্য বদল চাইলাম। তবে, আমরা চাইনি। এটা মুশফিকই চেয়েছে।’আরটি/আইএইচএস/পিআর

Advertisement