বগুড়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে গেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন, বগুড়ার শেরপুরের আনোয়ারা বেগম (৪৯), ধুনটের আব্দুর রহমান (৬৫) ও সদরের ইকবাল হোসেন (৬৫)। এদের মধ্যে আনোয়ারা বেগম টিএমএসএস হাসপাতালে, ইকবাল হোসেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও আব্দুর রহমান মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগেরদিন জেলায় চারজন করোনায় প্রাণ হারান। এ নিয়ে জেলায় গেল ৪৮ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুন) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫টি নমুনায় চারজনের করোনা পজিটিভ ফল এসেছে।
Advertisement
এদের মধ্যে সদরে ৩০ জন, আদমদীঘিতে সাতজন, দুপচাচিয়ায় তিনজন, গাবতলী ও মাজাহানপুর একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৬৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১০১ জন। আর করোনায় মারা গেছেন ৩৩৬ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫৯ জন।
এসএমএম/জেআইএম
Advertisement