গাজীপুরের কালীগঞ্জে চটের বস্তা ব্যবহার না করায় উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারের সাত ব্যবসায়ীসহ আটজনের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, পাটজাত দ্রব্য ব্যবহারের ব্যাপারে রোববার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাত ব্যবসা প্রতিষ্ঠানে পাটের তৈরি চটের বস্তা ব্যবহার না করে অন্য বস্তা ব্যবহার করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাত ব্যবসায়ীদের প্রত্যেককে নগদ ৫`শ টাকা করে জরিমানা করেন। ২০১০ সালের ৫৩নং আইনের ৪নং ধারা লঙ্ঘন এবং উক্ত আইনের ১৪নং ধারার দণ্ডনীয় অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ প্রদান করেন। এসময় সরকারি কাজে বাধা দেওয়ায় আসাদুজ্জামান নামের একজনকে আর্থিক জরিমানা করা হয়। জরিমানা করা ব্যবসায়ীরা হলেন, উলুখোলা বাজারের চাউল ব্যবসায়ী লিয়াকত হেসেন, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, কফিল উদ্দিন, ফিরোজ মিয়া, মুনসুর হোসেন, সেলিম মিয়া। আব্দুর রহমান আরমান/এমজেড/আরআইপি
Advertisement