ক্যাম্পাস

শাবিপ্রবিতে পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন ইউনিট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষায় সশরীরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও এর আইসোলেশন ইউনিট।

Advertisement

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিচতলা এবং দ্বিতীয় তলায় দুটি আইসোলেশন ইউনিট রয়েছে। দুটি কক্ষে চারটি শয্যা ও অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রস্তুত রয়েছে।

অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘অনেক বিভাগে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং কেউ করোনা আক্রান্ত হলে বা করো উপসর্গ দেখা দিলে আইসোলেশন ইউনিট ব্যবহার করতে পারবে।’

Advertisement

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তরের জন্য কাজ করছি। আগামী দিনে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার থেকে আরও উন্নত সেবা পাবেন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মেডিকেল সহযোগিতা দেয়ার জন্য মেডিকেল সেন্টার সার্বক্ষণিক প্রস্তুত আছে। করোনা সংক্রমণ রোধে আইসোলেশন ইউনিটও প্রস্তুত আছে। এছাড়া শিক্ষার্থীদের সব ধরনের মেডিকেল সহযোগিতা করার নির্দেশ দেয়া আছে।’

তিনি আরও বলেন, ‘মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে আমাদের চুক্তি আছে। প্রয়োজনে শিক্ষার্থীদের মেডিকেল সহায়তা প্রদানে ওই হাসপাতালেরও সহায়তাও নিতে পারব।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ১৪ জুন থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের আটকে থাকা পরীক্ষাগুলো সশরীরে শুরু হয়।

মোয়াজ্জেম আফরান/এসজে/এএসএম

Advertisement