২০১৪ সালের জন্য গুসি শান্তি পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মেলিনা ভিত্তিক আন্তজার্তিক সংস্থা থেকে দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য বিশেষ অবদানের জন্য আতিউর রহমানকে এই সম্মাননা দেওয়ার জন্য মনোনিত করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সংস্থাটির তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার বিষয়টি টেলিফোনে জাগোনিউজকে নিশ্চিত করেছেন গভর্নর ড. আতিউর রহমান।বিস্তারিত তুলে ধরে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে বলেন, মেলিনা ভিত্তিক আন্তজার্তিক সংস্থা বৃহস্পতিবার আমাদের পুরস্কারের জন্য চূড়ান্ত করার বিষয়টি জানিয়েছে। বিশ্বের আরো বেশ কিছু সংখ্যক বিশিষ্ট জনের সঙ্গে তাকে এবার এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।জানা গেছে, সবুজ ব্যাংকিং করতে ইতোমধ্যে গ্রীণ গভর্নর হিসেবে সম্মাননা পেয়েছেন গভর্নর। পেয়েছেন ভারতের বেসামরিক পদক ইন্দিরা গান্ধী স্বর্ণ পদকও।
Advertisement