নোয়াখালীতে ১০ হাজার ছাড়াল করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০১ জন। ৩৯৩ জনের পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়। এতে শনাক্তের হার ২৫ দশমিক ৭০ শতাংশ।
Advertisement
২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও দুইজন। এরা সদর ও বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। জেলায় মোট মৃত্যু ১২৯ জনের। মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, ‘নতুন ১০১ জনসহ জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ১২ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৭০ শতাংশ। ৯৩ হাজার ৫৪৪ জনের পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।’
Advertisement
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৬০ জন, বেগমগঞ্জে ১৫ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে দুজন, সেনবাগে পাঁচজন, কোম্পানীগঞ্জে আটজন ও কবিরহাটের চারজন শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত ১২৯ জনের মধ্যে নোয়াখালী সদরে ২৪ জন, সুবর্ণচরে দুজন, বেগমগঞ্জে ৪৫ জন, সোনাইমুড়িতে আটজন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে চারজন ও কবিরহাটের ১৬ জন মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৭২৪ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন ও আইসোলেশনে আছেন ১২ জন।
উপজেলা ভিত্তিক আক্রান্ত রোগীর সংখ্যা নোয়াখালী সদরে তিন হাজার ৭৮০ জন, সূবর্ণচরে ৪২৩ জন, হাতিয়ায় ১৭৭ জন, বেগমগঞ্জে দুই হাজার ৪০ জন, সোনাইমুড়িতে ৬৭৮ জন, চাটখিলে ৪৬৬ জন, সেনবাগে ৫৬৩ জন, কোম্পানীগঞ্জে ৯৯৭ জন ও কবিরহাটে ৮৮৮ জন আক্রান্ত হয়েছে।
Advertisement
এসজে/এএসএম