জাতীয়

দুই সপ্তাহ ধরে যে ১০ জেলায় ঊর্ধ্বমুখী করোনা

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘দেশের ১০টি জেলায় গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।’

Advertisement

জেলাগুলো হলো সাতক্ষীরা, নড়াইল, যশোর, খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর এবং রাজশাহী। তবে চলতি সপ্তাহে রাজশাহীতে সংক্রমণ কিছুটা কমেছে।

বুধবার (১৬ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক মাস ধরে সংক্রমণ একটু একটু করে বাড়ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ ও হার নিচের দিকে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। জানুয়ারি মাস থেকে সংক্রমণের হার দেখলে এপ্রিল মাসে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। জুন মাসে সংক্রমণের হারটি কম নয়। ১৫ জুন পর্যন্ত ২৫ হাজার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।’

Advertisement

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, বরিশাল বিভাগ কিছুটা স্বস্তির জায়গায় আছে। রাজশাহী ও খুলনা বিভাগে সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এমইউ/এমএইচআর/জিকেএস