অর্থনীতি

সূচকের ঊর্ধ্বমুখি ধারা অব্যাহত

শেয়ারবাজারে টানা তিন দিন ধরে সূচকের ঊর্ধ্বমুখি  ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম দিন রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।  বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  রোববার ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানে শেয়ার দর। ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৬২ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৭ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৪ কোটি টাকা।  অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭১ পয়েন্টে, সিএআই শরিয়াহ সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৯৯০ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে ২৪৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪০টির, কমেছে ৭০টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১৭ লাখ টাকা। এসআই/এএইচ/পিআর

Advertisement