রাজনীতি

মিথ্যাচার করা বিএনপির পুরাতন অভ্যাস

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি মিথ্যাচার করেছে। নির্বাচনের আগে সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছে। রোববার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে বিএনপি। মিথ্যাচার করা বিএনপির পুরাতন অভ্যাস। সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ বা বলার কিছুই নেই। সে কারণে নির্বাচন নিয়ে ধোঁয়া তুলে জনগণের কাছে সহানুভূতি নেয়ার চেষ্টা করছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/এআরএ/আরআইপি

Advertisement