করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নাটোর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈদ উজ্জামান সৌরভ (৫০)।
Advertisement
মঙ্গলবার (১৫ জুন) রাত ১০ টা ১০ মিনিটে ঢাকার বাড্ডা এলাকার বেসরকারি আরকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক ছেলে ও এক মেয়ের জনক মঈদ উজ্জামান সৌরভ নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা তাজুল ইসলাম তাজুর ভাগিনা। তিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হন।
সৌরভের মামা এনামুল আলম মুরাদ ও লিয়াকত আলম লিকু জানান, সৌরভকে গত রোববার ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরকে নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে মারা যান।
Advertisement
মঈদ উজ্জামান সৌরভের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম বাচ্চু,জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজসহ প্রমুখ গভীর শোক জানিয়েছেন।
রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম