প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেসেজ দিয়ে শান্ত থাকার কথা বলেছেন বলে দাবি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
Advertisement
মঙ্গলবার (১৫ জুন) রাত পৌনে ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এমনটা দাবি করেন।
কাদের মির্জা বলেন, ‘সন্ধ্যার একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেসেজ দিয়েছেন। এতে তিনি বলেছেন, তুমি শান্ত থেকে কাজ করতে থাক। নিজের শরীরের প্রতি যত্ন নিও। কোম্পানীগঞ্জের সব সমস্যা অচিরেই সমাধান করা হবে।’
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারী একটি চক্র বলাবলি করছে আমাকে নাকি দল থেকে বহিষ্কার করেছে। তবে আমি বলবো- আমাকে বহিষ্কারের বিষয়টা হাস্যকর। আমাকে কেন বহিষ্কার করবে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র-চক্রান্ত হওয়ার পরও আমি শান্ত থেকে সব পরিস্থিতি মোকাবিলা করেছি।’
Advertisement
কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জে যে সমস্যা বিরাজ করছে তা যদি আরও আগে থেকে বিভিন্ন পর্যায় থেকে হস্তক্ষেপ করা হতো তাহলে এর সমাধান আগেই হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ বিষয়ে যাদের দায়িত্ব ছিল তারা হস্তক্ষেপ করেনি।’
এরআগে বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক সভায় কাদের মির্জা তার ১৯ অনুসারীকে দিয়ে একটি 'শান্তি কমিটির' ঘোষণা করেন তিনি। এতে হাসান ইমাম বাদলকে আহ্বায়ক ও মো. ইউনুসকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে, প্রতিপক্ষের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বুধবার সকাল থেকে কোম্পানীগঞ্জে অবরোধ ডেকেছেন কাদের মির্জা।
এসজে/এএসএম
Advertisement