জাতীয়

করোনায় আড়াই গুণ বেশি মৃত্যু রাজশাহী ও খুলনা বিভাগে

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রাজশাহী ও খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৩০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

রাজশাহী ও খুলনায় সমান সংখ্যক ১৫ জন করে মৃত্যুবরণ করেন। এ সংখ্যা এতদিন মৃত্যুর পরিসংখ্যানে এগিয়ে থাকা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাইতে আড়াই গুণ বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ছয়, বরিশাল বিভাগে এক, সিলেট বিভাগে তিন, রংপুর বিভাগে এক এবং ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।

২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২ জনে। আর করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৩ হাজার ২৯১ জনে।

এমইউ/জেডএইচ/

Advertisement