স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা আরও কয়েক সপ্তাহ আগেই দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকার মজুদ শেষ হয়ে আসছে বলে ঘোষণা দিলেও সেই টিকা এখনো দেয়া হচ্ছে।
Advertisement
মঙ্গলবার (১৫ জুন) সারাদেশে তিন হাজার ৯৭৩ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৬৪ জন ও নারী এক হাজার ৩০৯ জন।
এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৫৭ হাজার ৪৯৯ জনে। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ১৯ হাজার ৬৪৯ জন এবং নারী ১৫ লাখ ৩৭ হাজার ৮৫০ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
Advertisement
এদিকে, গত ২৫ এপ্রিল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে নেয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৬৮৯ জন, চট্টগ্রামে এক হাজার ৯৮৫ জন, রাজশাহীতে ১০ জন, রংপুরে ৩০ জন, খুলনায় ১০ জন, বরিশালে ২২৯ জন এবং সিলেট বিভাগে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে কেউ দ্বিতীয় ডোজের টিকা নেননি।
এমইউ/এমআরআর/এমকেএইচ
Advertisement