আগে থেকেই জানা কথা, বিসিবির পরিচালনা পর্ষদে আলোচনা হবে নির্বাচক প্যানেল নিয়েও। এ নিয়ে জাগো নিউজে একদিন আগে সংবাদও প্রকাশ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিসিবির বোর্ড সভায় সেই আলোচনাই হলো এবং ধারণা অনুসারে বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে।
Advertisement
জাগো নিউজের সংবাদ ছিল, জাতীয় দলের নির্বাচক কমিটিতে কারা থাকবেন? মিনহাজুল আবেদিনের নতৃত্বে এখন যে তিন সদস্যের নির্বাচক প্যানেল আছে (হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক হলেন বাকি দুই সদস্য), সেটাই বহাল থাকবে নাকি নতুন কমিটি হবে? সেটাও এই মিটিংয়ের স্থির হবার কথা।
জানা গেছে মিনহাজুল আবেদিন নান্নুই প্রধান নির্বাচক হিসেবে থাকছেন এবং নির্বাচক প্যানেলও অপরিবর্তিতই থাকছে। সে মতেই হলো সব কিছু। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নান্নু-সুমন-রাজ্জাকদেরই নির্বাচক প্যানেলে রেখে দিয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বোর্ড সভা শেষে মিডিয়ার সামনে বলেন, ‘জাতীয় নির্বাচক প্যানেল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বহাল থাকবে।’
Advertisement
আইএইচএস/এমএস