তথ্যপ্রযুক্তি

গুগল বাস সার্ভিস (ভিডিও)

ঢাকার রাস্তায় বুধবার যাত্রা শুরু করেছে গুগল বাস। তবে এ বাস যাত্রী পরিবহণ করবে না। শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টিই এই বাসের প্রধান উদ্দেশ্য। গুগল বাসের মধ্যে রয়েছে ইন্টারনেট সংযোগ সম্বলিত কম্পিউটার এবং সাউন্ড সিস্টেম। এসব ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক শিক্ষার্থীদের জানানো হবে। বিশেষ করে গুগলের বিভিন্ন সেবা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা জানতে পারবেন বিনা খরচে।কি করবে এই বাস?# স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগল কমিউনিটিস এবং গুগল হ্যাংআউট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিবে।# গুগল ঢাকার ৪০০টি কলেজ বিশ্ববিদ্যালয়ে গুগল বাস নিয়ে বিভিন্ন প্রযুক্তি সেবা দিবে।# এই বাস থেকে শিক্ষার্থীদের গুগল টুলস ও ইন্টারনেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।# স্ট্রিট ভিউ প্রজেক্ট ঢাকার বাইরে সকল বিভাগীয় শহর এবং ১০০ টির মত ঐতিহাসিক এবং পর্যটন এলাকায় সম্প্রসারণ করা হচ্ছে এবং আরও হবে।# গুগল আউটরীচ প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরে সব শহরে উদ্যোগতা এবং ডেভেলপার পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।# কলেজ ও ইউনিভার্সিটির ৫ লক্ষাধিক ছাত্র ছাত্রীদের গুগল অ্যাপসের উপর প্রশিক্ষণ দিবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেটের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশে যে বিপুল তরুণ জনশক্তি রয়েছে, তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে ইন্টারনেট ব্যবহার বাড়াতে হবে। এজন্য ইন্টারনেট ব্যবহার বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রয়োজন। আর গুগলের এ প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেটের ব্যবহার বেশি সেগুলোয় এ কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে এ সুবিধা পৌঁছে দেয়া হবে।জেমস ম্যাকক্লুর বলেন, বাংলাদেশ হলো এমন এক দেশ যেখানে সম্ভাবনাময় বিশাল তারুণ্যের শক্তি রয়েছে, যারা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারেন। উপযুক্ত প্রশিক্ষণ পেলে সমাজের এ উত্সাহী-উদ্যমী ও প্রাণচঞ্চল তরুণ শক্তিই একদিন ইন্টারনেটের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং এ দেশকে প্রযুক্তিভিত্তিক গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।গুগল বাসটিতে আসনগুলো এমনভাবে সন্নিবেশ করা হয়েছে যে, প্রতিটির সামনেই থ্রিজি ইন্টারনেট সংযোগ-সংবলিত মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেম বসানো রয়েছে। এ মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেমে অডিও-ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের কলাকৌশল ও উপযোগিতা শেখাতে গুগল বাসের কর্মশালায় একজন প্রশিক্ষক থাকবেন। সেসঙ্গে তাদের গুগলের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেয়া হবে। গুগলের এসব পণ্য-সেবার মধ্যে রয়েছে গুগল সার্চ, ক্রোম, ডকস্, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি।‘গুগল বাস বাংলাদেশ’-এর মাধ্যমে ইন্টারনেটের ওপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। ফলে অংশগ্রহণকারীরা স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত ও সমজাতীয়দের সঙ্গে অনলাইনে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ইন্টারনেটের উপযোগিতা, শক্তি ও সুফল সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে তারা গুগলের বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের কলাকৌশল জানার সুযোগ পাবে। সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে তাদের জ্ঞানের পরিধি নতুন মাত্রা পাবে।এরই মধ্যে গুগল বাস প্রকল্পটির আওতায় পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই গুগল বাস চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল— এ ছয় বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ শহরের নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পৌঁছে যাবে।ইন্টারনেট-বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা গুগল বাস বাংলাদেশ কমিউনিটি পেজ থেকে এ উদ্যোগের সর্বশেষ অবস্থান ও অগ্রগতির হালনাগাদ তথ্য জানতে পারবে। পাশাপাশি এ প্রশিক্ষণের মাধ্যমে তারা যা শিখেছে, পারস্পরিক আলোচনার মাধ্যমে সে সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়া সম্ভব হবে।উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। তবে শুধু সার্চের মধ্যে সীমাবদ্ধ নেই প্রতিষ্ঠানটি। বরং মুঠোফোন থেকে শুরু করে গুগল গ্লাস এমনকি চালকবিহীন গাড়ির সফটওয়্যার তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি৷ গুগল বাস গুগলের বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ভালোভাবে জানতে সহায়তা করে।

Advertisement