সিলেট সুপার স্টার্সের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বরিশাল বুলস। বোপারা-রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫৮ রানে থেমে যায় গেইল-মাহমুদউল্লাহদের ইনিংস।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সিলেটের বোলিং তোপে পড়ে বরিশাল। ওপেনিংয়ে ক্রিস গেইলের সঙ্গে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সোহেল তানভিরের শিকার হয়েছেন বিপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান এভিন লেইস। প্রথম কয়েকটি ওভার দেখেশুনে ব্যাট চালালেও ইনিংসের চতুর্থ ওভারেই ঝড়ের আভাস দেন গেইল। মোহাম্মদ শহীদের ওভারের চতুর্থ বলটিকে গ্যালারিতে আছড়ে ফেলেন ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব। পরের বলটিও উড়িয়ে মারায় এমন কিছুর প্রত্যাশা ছিল তার ভক্তরা। কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হাসান মিলনের হাতে তালুবন্দি হন তিনি। আউট হওয়ার আগে ৮ বল মোকাবেলায় ১ ছক্কায় ৮ রান করেন গেইল।এরপর রনি তালুকদার (৩) ও মাহমুদউল্লাহকে (২) সাজঘরে ফিরিয়ে দলের হয়ে জোড়া আঘাত করেন রুবেল হোসেন। এরপর বোপার এক ওভারে মেহেদী মারুফ (৪) সাব্বির (৩) ও সেকুগে প্রসন্ন (২) কে আউট করলে চাপে বরিশাল।এরপর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে না পারলে মাত্র রানেই শেষ হয় বরিশাল বুলসের ইনিংস। সিলেটের পক্ষে বোপারা ৩টি, রুবেল হোসেন ২ টি, আফ্রিদি ২ টি, শহীদ ২ টি, সোহেল তানভির ১ টি করে উইকেট নেন।
Advertisement
এমআর