জাতীয়

আসছে সীমান্ত ব্যাংক

বিজিবি সদস্যদের কল্যাণে ও সহযোগিতায় সীমান্ত ব্যাংক চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। রোববার দুপুরে রাজধানীর ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।তিনি বলেন, সেনা কল্যাণে গঠন করা হয়েছে সেনা কল্যাণ ট্রাস্ট। তেমনই বিজিবি সদস্যদের সহযোগিতায় বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে সীমান্ত ব্যাংক স্থাপনের চেষ্টা চলছে।বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি সদস্যরাও যেন চাকরি থেকে অবসরের পর সেনা সদস্যদের মতো চাকরির সুযোগ সুবিধা পান সেজন্য ব্যাংক ও ট্রাস্ট কাজ করবে।মেজর জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, স্বাধীনতার যুদ্ধে ১২ হাজারের বেশি ইপিয়ার (বিজিবির তৎকালীন নাম) সদস্য অংশ নেয়। এর মধ্যে ৮১৭ জন শহীদ জন। শহীদ হওয়া ও খেতাবপ্রাপ্ত সদস্যদের পরিবারকে সহযোগিতার জন্য কাজ করবে এই ব্যাংক।ইতোমধ্যে বিজিবির তহবিল থেকে ও ট্রাস্ট এই সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ৩ বছরে ৪৮ জন খেতাবপ্রাপ্ত ইপিআর সদস্যের বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।জেইউ/এসকেডি/এমএস

Advertisement