প্রবাস

দক্ষিণ আফ্রিকায় মন্ত্রীসহ করোনায় ৫৭ হাজার মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। ভাইরাসটির তৃতীয় ঢেউ আঘাত করেছে বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে।

Advertisement

সোমবার (১৪ জুন) দেশটিতে একদিনে করোনায় মারা গেছেন ৫৭ জন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮২৪ জনে। মৃতদের মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন।

এছাড়া একই দিন নতুন করে শনাক্ত হয়েছে ৭ হাজার ৯শ’ ৭৪ জন। ফলে দক্ষিণ আফ্রিকায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮০ হাজার জনে। এর মধ্যে দেশটিতে সুস্থ হয়েছেন ৮৮ শতাংশ রোগী।

এদিকে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দফতরবিষয়ক মন্ত্রী জ্যাকসন মেথেম্বু করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

Advertisement

রোববার দেশটির রাষ্ট্রপতি সিরিল রমাফোসা ঘোষণা করেছেন, চলতি সপ্তাহে জনসন ও জনসন ভ্যাকসিনের দুই মিলিয়ন ডোজ দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে। সবাইকে সর্তক হয়ে চলাচলের আহ্বান জানান তিনি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জাভেলি এমকিজের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ উঠায় তাকে বর্তমানে বিশেষ ছুটিতে পাঠানো হয়েছে।

ছুটিতে যাওয়ার আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার সরকার লকডাউন বিধিনিষেধগুলো নিয়ে পর্যালোচনা করছে। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।

করোনার নতুন রূপটি মহামারি আকার ধারণ করলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি আবার মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

দেশটিতে করোনার প্রথম থেকেই জোহান্সেনবার্গে সংক্রামণের ঝুঁকি অন্য শহরগুলোর তুলনায় সবচেয়ে বেশি।

জেডএইচ/