সাভার পৌর নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী বদিউজ্জামান বদির নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃত অ্যাডভোকেট নাজিম সাভার পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। এদিকে নাজিমের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গভীর রাতে পুলিশ তাদের বাসায় গিয়ে নাজিমকে থানায় যেতে হবে বললে তিনি (নাজিম) ওয়ারেন্ট আছে কি জানতে চান । এ সময় পুলিশ তাকে ধস্তাধস্তি করে গাড়িতে তুলে নিয়ে যায়।পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে কাজ করার কারণে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাকে আটক করেছে বলে দাবি করেন তার স্বজনরা। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন , নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আল-মামুন/এসকেডি/এমএস
Advertisement