নড়াইলে আশঙ্কাজনকহারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জনের নমুনার রিপোর্টে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৪০.৯৮ শতাংশ।
Advertisement
আর গত এক সপ্তাহে (৭ থেকে ১৪ জুন) জেলায় ৩৮০টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৫৬ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের বিচারে যা ৪১.০৫ শতাংশ।
নড়াইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শফিক তমাল জানান, গত ১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সদর উপজেলার চারটি ইউনিয়নের পাচুড়িয়া, গোবরা, কলোড়া, মুশুড়িয়া, রাম নগরচর, আগদিয়ার চর, শিমুলিয়া, সিঙ্গাশোলপুর, বিছালী ও বীড়গ্রাম এই দশটি গ্রামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে গত বৃহস্পতিবার কলোড়া (১০ জুন) এবং রোববার (১৩ জুন) সিঙ্গাশোলপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এসব এলাকার অনেকেই ভারত থেকে গোপনে (পাসপোর্ট ছাড়া) আবার বেনাপোল বর্ডার থেকে অনৈতিক সুযোগ নিয়ে বাড়িতে ফিরেছেন। এসব ব্যক্তির অনেকে করোনায় আক্রান্ত হলেও তারা নমুনা দিতে ভয় পাচ্ছেন। আবার তারা সতর্কও হচ্ছেন না। তাদের কাছ থেকে করোনা ছড়াচ্ছে।
Advertisement
তারা আরও জানান, করোনা উপসর্গ যেমন- জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও এ এলাকার অনেক মানুষ করোনা টেস্ট করাচ্ছেন না। এ কারণে গত বৃহস্পতিবার ও রোববার দুটি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়।
জেলার সিভিল সার্জন নাসিমা আক্তার বলেন, ভারত থেকে গোপন পথে (পাসপোর্ট ছাড়া) নড়াইলে বাড়িতে ফিরছেন বলে অভিযোগ রয়েছে। যদি তারা এভাবে নড়াইলে প্রবেশ করে তাহলে তো তাদের কারণে ঝুঁকি বাড়তে পারে।
হাফিজুল নিলু/এমআরআর/এএসএম
Advertisement