আন্তর্জাতিক

মিসরীয় নৌজাহাজে সন্ত্রাসী হামলা

ভূমধ্যসাগর এলাকায় মিসরীয় নৌবাহিনীর একটি জাহাজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনায় পাঁচ কর্মচারী আহত ও আটজন নিখোঁজ রয়েছে।সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর-পূর্বের দেমিত্তা প্রদেশে বুধবার সকালে এ সন্ত্রাসী হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা পাঁচ কর্মচারীকে উদ্ধার করেছে। আরও আটজনের খোঁজে অভিযান চলছে।বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস ও ৩২ সন্দেহভাজন যোদ্ধাকে আটক করা হয়েছে। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছিল, মিসর উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে নৌবাহিনীর একটি জাহাজ থেকে হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারীদের সঙ্গে আলোচনা করতে বিমান বাহিনীকে ডাকা হয়েছে। দেশটিতে সম্প্রতি সেনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। এর মধ্যেই নৌবাহিনীর জাহাজের ওপর এ হামলার ঘটনা দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল।মিসরের ইসলামপন্থীদের ওপর সরকারি বাহিনীর নির্যাতন বেড়ে যাওয়ায় বিভিন্ন সশস্ত্র সংগঠন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে। - আলজাজিরা

Advertisement