রাজশাহী চারঘাট থানার হলিদাগাছি রেলগেট এলাকায় সার ব্যবসায়ী কাজল সাহার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা শনিবার রাত ২টার দিকে ব্যবসায়ী কাজল সাহার বাড়িতে এ ডাকাতি করে।তারা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ তিন লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে আহত কাজল সাহা (৩৪), তার মা লিপি সাহা (৫১) ও বোন টুকটুকি সাহা (১৮) রোববার সকালে গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ীর বোন টুকটুকি সাহা জানান, গভীর রাতে ডাকাতরা বাড়ীর পেছনে নিচু একটি প্রাচীর টপকিয়ে প্রবেশ করে। পরে তারা ক্রিজের (ধারালো অস্ত্র) সাহায্যে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে প্রথমে মা লিপি সাহা ও তাকে জিম্মি করে নেয়। এসময় বাড়ির অন্যান্য সদস্যরা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী তার ভাই কাজল সাহা, তার মা লিপিকা সাহা ও তার মাথায় আঘাত করে। এতে তারা আহত হলে রাতেই তাদের চারঘাট স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে রোববার সকালে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র রায় জাগো নিউজকে জানান, ডাকাতির ঘটনায় তিনি রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় এসে মামলা করেননি। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় পুলিশি অভিযান চলানো হচ্ছে বলে জানান তিনি। শাহরিয়ার অনতু/এমজেড/এমএস
Advertisement