সাহিত্য

রিমঝিম বৃষ্টিতে

রিম বান্না

Advertisement

মওসুমের প্রথম বৃষ্টিতেআমার জানালায় মিহি জলের বাতাসেরাত্রির নিস্তব্ধতা চিরে বৃষ্টির সুরেলা গানেপ্রিয়, তোমায় মনে পড়েআঁধারে তুষার-ঘেরা বনে একটি ধূসর ছবি ঘুরে বেড়ায়আর তোমার কণ্ঠ ভেসে আসে জলের কলতানেজাগিয়ে তোলে আমার মৃত রাত

প্রিয়, শুনছো কি আমায়?

বৃষ্টির রিমঝিম ছন্দ জানালার শার্সি পেরিয়েআমাকে কেবলই মনে করিয়ে দেয় তোমায়—ছবিতে তুষারাবৃত বনে তোমার হেঁটে যাওয়া

Advertisement

এসো আমার পানেনিয়ে যাও আমায় যেখানে থাকো তুমিনিয়ে যাও সেই মায়াময় দু চোখে তোমার— হাজার তারকা যেখানে ঢলে পড়ে কোমল নিদ্রায়হতে দাও আমাদের জানালায় বৃষ্টির প্রথম ফোঁটাকেঅন্তহীন স্বর্গছোঁয়া গীত

এসো আমার পানে বর্ষাতে দাও তোমার-আমার একান্ত বৃষ্টিরিম-ঝিম-রিম-ঝিম

প্রিয় আমার, শুনতে কি পাও?

(রিম বান্না ফিলিস্তিনের একজন কবি, সঙ্গীতশিল্পী, কম্পোজার, অর্গানাইজার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি ট্রাডিশনাল ফিলিস্তিনি কবিতা ও সঙ্গীতকে আধুনিকায়নের জন্য বিখ্যাত। আজীবন তাঁর মনজুড়ানো কণ্ঠ ফিলিস্তিন আর ফিলিস্তিনের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করেছে, তাই তাঁকে বলা হয় ‘ফিলিস্তিনের কণ্ঠ’। রিম বান্নার জন্ম ৮ ডিসেম্বর ১৯৬৬ সালে ফিলিস্তিনের নাজারেথে। তিনি নাজারেথ ব্যাপ্টিস্ট স্কুল থেকে গ্র্যাচুয়েটেড হয়ে মস্কোতে সঙ্গীতশাস্ত্রের ওপর উচ্চতর পড়াশোনা করেন। তিন সন্তানের জননী রিম বান্না দীর্ঘদিন স্তন ক্যান্সারে আক্রান্ত থেকে ২০১৮ সালের ২৪ মার্চে মৃত্যুবরণ করেন।)

Advertisement

ছবিতে কবি রিম বান্না

তর্জমা : মওলবি আশরাফ

এসএইচএস/এমকেএইচ