দেশজুড়ে

পঞ্চগড়ে জামায়াতের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের আমীর আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাছাই পর্বে কয়েকজন কাউন্সিলরসহ আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তবে ৭ ডিসেম্বর থেকে তিন কার্যদিবসের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আবেদনের মাধ্যমে আপিলের সুযোগ পাবেন। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আপিলের নিস্পত্তি করা হবে। অন্য মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।এর আগে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পক্ষে জাকিয়া খাতুন, বিএনপির মো. তৌহিদুল ইসলাম (বর্তমান মেয়র), জাসদের আব্দুল মজিদ বাবুল এবং জামায়াতের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল খালেক মনোনয়ন দাখিল করেন। এছাড়া নয়টি ওয়ার্ডে মোট ৩৬ জন কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর তাদের মনোনয়ন দাখিল করেন।জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, মনোনয়পত্র যাচাই-বাছাই পর্বে যাদের ত্রুটি ধরা পড়েছে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন কাউন্সিলরসহ মেয়রপ্রার্থী আব্দুল খালেক রয়েছেন। তবে তারা ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন এবং ১২ ডিসেম্বরের মধ্যে আপিলের নিষ্পত্তি করা হবে।স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক বলেন, আমি চেষ্টা করেছি ত্রুটিমুক্ত মনোনয়পত্র জমা দেয়ার। প্রাথমিকভাবে বাতিল করা হলেও যেহেতু আপিলের সুযোগ আছে এজন্য আমি নিয়ম মেনে অবশ্যই আপিল করবো।সফিকুল আলম/এসএস/এমএস

Advertisement