জাতীয়

জাতি কলঙ্কমুক্ত হয়েছে : মোখলেসুর রহমান

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।এ রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেছেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি। জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় যথার্থ হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে শহীদ পরিবার, ভুক্তভোগী ও দেশবাসী প্রত্যাশিত বিচার পেয়েছে।’বাদল আরো বলেন, খোকন রাজাকার একাত্তরে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ করে। এ ছাড়া দুজনকে ধর্মান্তরিত করা, দুটি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে সপরিবারে দেশান্তরে বাধ্য করেন খোকন রাজাকার।

Advertisement